
Principal
Prof. S. M. Rabiul Islam Message
পাবনা জেলার উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় ঈশ্বরদী সরকারি কলেজ এক অনন্য ও পথিকৃত প্রতিষ্ঠান। ৬০ বছরের পরিক্রমায় জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। জেলার আর্থসামাজিক ও সাংষ্কৃতিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের অনেক মনীষী, পণ্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতীর স্বাক্ষর। প্রতিষ্ঠানটি মু্ক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি গৌরবময় অধ্যায়েরও গর্বিত অংশীদার। নানা সীমাবদ্ধতার মধ্যেও ঈশ্বরদী সরকারি কলেজ তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ পর্যায়ে এটি জেলার ২য় বৃহত্তম প্রতিষ্ঠান। গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করছে।