HISTORY

29-08-2023

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঈশ্বরদী সরকারি কলেজ(EIIN 125552), ১৯৮৬ সালে জাতীয়করণকৃত হয়ে আজকে সাফল্যের ধারাবাহিকতায় পাবনা জেলার দ্বিতীয় বৃহত্তম সরকারি কলেজ হিসেবে অগ্রগণ্য। বর্তমানে এ প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে ২০০০, স্নাতক(পাস) স্তরে ১০০০ জন ও স্নাতক(সম্মান) পর্যায়ে ১২ টি বিভাগে ৬৭৬০ জন সর্বমোট ৯৭৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এই প্রতিষ্ঠানের মোট ১২টি বিষয়ে স্নাতক(সম্মান) পাঠদান এর বাইরেও প্রাণিবিদ্যা ও অর্থনীতি দু’টি বিষয়ে স্নাতক(সম্মান) শ্রেণিতে পাঠদানের সক্ষমতা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীদের হার শতকরা ৬৫% যা স্নাতক(পাশ) এবং স্নাতক(সম্মান) পর্যায়ে ৪০%। আগস্ট/২০২৩ সালে মোট ৯৭৬০ জন শিক্ষার্থীর মধ্যে পুরুষ শিক্ষার্থী ৫৩৫৬ জন এবং নারী শিক্ষার্থী ৪৪০৪ জন।  অধ্যক্ষ, উপাধ্যাক্ষ, ৪ জন সহযোগী অধ্যাপক, ১৪ জন সহকারী অধ্যাপক, ২৫ জন প্রভাষক এবং ৩ জন প্রদর্শক সহ মোট ৪৮ টি শিক্ষক পদ সৃষ্ট আছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি প্রতি বছরই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঈর্ষণীয় সাফল্য বজায় রেখে চলেছে। শিক্ষার্থীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলেছে। খেলার মাঠ থাকায় শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষে আন্তঃহাউজ ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। সৃজনশীলতা ও ত্যাগী মনোভাব অর্জনের জন্য বিএনসিসি (সেনাবাহিনী), রোভার স্কাউট, গার্লস ইন গাইড চালু আছে।